‘দেশে এখন ধানের শীষের জোয়ার। এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না। বিএনপি দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও উন্নয়ন দর্শনের কারণেই।’
আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে
গণঅভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষার অনেক বেড়ে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে সেই দলের আগামী দিনের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ থাকবে না।